জহিরুল হক বাবু।।
ঈদে অন্যরকম এক আনন্দে মাতলো কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ছোট্ট গ্রাম জরইন। সবার মাঝে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গ্রামের তরুনদের সংগঠন জরইন স্টুডেন্টস ফোরাম আয়োজন করে সাড়ে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা; জরইন মিনি ম্যারাথন।
রবিবার ঈদের ২য় দিন ভোরে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামের আঁকাবাকা পথ ধরে ফিনিশ লাইনের দিকে ছুটে যান শতাধিক দৌড়বিদ।
রবিবার ভোরের আলো ফুটতেই অপেশাদার রানারদের পদচারণায় মুখর হয়ে উঠে জরইন গ্রাম। ঈদগাহ মাঠে ওয়ার্ম আপ শেষে স্টার্টিং লাইনে দাঁড়ান রানাররা। বেজে ওঠে জাতীয় সংগীত। তারপর ঘড়ির কাঁটায় ৬টা ২০ বাজতেই শুরু হয় দৌড়। বিভিন্ন বয়সী রানাররা ছুটতে থাকেন ফিনিশ লাইনের দিকে।
জরইন বড় ব্রীজ থেকে রাজাপুর রেল স্টেশন সংলগ্ন পয়েন্ট হয়ে আবারও জরইন। একসাথে এক জার্সিতে রানারদের অদম্য ছুটে চলা। মাত্র ২৪ মিনিটেই সাড়ে ৫ কিলোমিটার দৌড় শেষ করে জরইন মিনি ম্যারাথন প্রথম আসরের চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন মো: সাব্বির। ২৪ মিনিট ৭ সেকেন্ডে দৌড় শেষ করা নাছির প্রথম রানার আপ ও ২৫ মিনিট ১৩ সেকেন্ড সময় নেয়া মারুফ ২য় রানার আপের খেতাব জিতেন। প্রতিযোগিতার কাট-অফ টাইম ছিলো ১ ঘন্টা।
পরে জরইন ঈদগাহ মাঠে অনাড়ম্বর এক অনুষ্ঠানে শীর্ষ ১০ প্রতিযোগীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় শেষ করা প্রত্যেককে দেয়া হিয় ক্রেস্ট ও সারটিফিকেট।
শহরে এ ধরণের দৌড় প্রতিযোগিতা এখন বেশ জনপ্রিয়। তবে গ্রামে খুব একটা দেখা যায় না। আয়োজকরা জানিয়েছেন, গ্রামের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বার্তা ছড়িয়ে দিতেই তাদের মিনি ম্যারাথনের আয়োজন। যা স্থানীয় উপজেলায় প্রথম। গ্রামের পাশাপাশি দূরদূরান্তের অনেক রানারও এই প্রতিযোগিতায় অংশ নেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com