জহিরুল হক বাবু।।
জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহ চলবে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহ মালেকুল আফতাব ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবু তাহের, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কাজী ইসরাত জাহান, ডাক্তার আফিফা, ডাক্তার লিমা, ডাক্তার ফরহাদ হোসেন ভূইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুন মুন্সি, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হক, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াছমিন আক্তার, সাংবাদিক আবদুল্লাহ, ফয়েজ প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com