
জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মৎ আফরিনা আক্তার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, ভেটেরিনারি সার্জন জনি পাল, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, সহকারী শিক্ষা অফিসার মোঃ কবির আহম্মদ এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, “বর্তমান সরকার কৃষি ও প্রাণিসম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টিমান উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগের অবদান অনস্বীকার্য। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন এখন সময়ের দাবি। এ প্রদর্শনী থেকে শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ উপকৃত হবে এবং সঠিক তথ্য জেনে পশুপালনে আগ্রহী হবে।” তিনি আরও বলেন, “আমরা চাই, বুড়িচং উপজেলাকে মডেল প্রাণিসম্পদবান্ধব উপজেলায় রূপান্তর করতে সকলের সম্মিলিত উদ্যোগ।”
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। আগামী ২ ডিসেম্বর সপ্তাহব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com