বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ৫১তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠাণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠাণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কালীনারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খারাতাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কংশনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, বাকশিমুল আলিম মাদ্রাসা অধ্যক্ষ ও বিভিন্ন স্কুল মাদরাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com