
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল বাতানবাড়ি পুকুরে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রবিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়া (বাতানবাড়ি) এলাকার অধ্যক্ষ আলহাজ্ব আবু তাহের বাড়ির পাশে পুকুরের এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রবিন ওই গ্রামের রিক্সা চালক রেজাউলের ছেলে এবং সে রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় ও নিহতের পিতা রেজাউল জানায়, শুক্রবার দুপুরে রবিন মসজিদে জুম্মা নামাজে যাওয়ার পথে প্রতিবেশী সাঈদ নামের এক যুবক পুকুরে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে বলেন।
এসময়ে সেচ পাম্পে বৈদ্যুতিক সুইচ সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তখন তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তদন্ত করতে যান বুড়িচং থানার এসআই মজিদ।
এ বিষয়ে বুড়িচং থানার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানায়,বিদ্যুৎস্পৃষ্টে রবিন নামের এক যুবকের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com