নিজস্ব প্রতিবেদক।।
সোমবার সকাল ১০টায় এই ব্যাচের সদস্যরা একত্রিত হয়ে বন্যা দুর্গত ৫০ টি পরিবারের মাঝে উপহার বিতরণ করেন। তাদের এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে। এসএসসি-২০০৪ ব্যাচের সদস্যরা জানান,
"আমরা আমাদের ব্যাচের পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ করে এ উদ্যোগ নিয়েছি। সবাই মিলে অর্থ সংগ্রহ করে যতটুকু পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি। আমাদের উদ্যোগ মানুষের জন্য ছোট্ট সহায়তা হলেও আমরা আনন্দিত যে, কিছুটা হলেও মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।"
"উপহার গ্রহণ করতে আসা স্থানীয় বাসিন্দারা এই সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।"এসএসসি ব্যাচ ২০০৪-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে আসা এই ধরনের সহায়তা দুর্গত মানুষের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com