জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
রবিবার (২৭ অক্টোবর) বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন।
এ সময় ১০১ পদাতিক ব্রিগেড এর কামান্ডর ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসউদ, ৩৩ পদাতিক ডিভিশনের কর্ণেল স্টাফ কর্ণেল মোহাম্মদ আব্দুল আজিজ, ৩৮ বীর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মশিউর রহমান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
এসময় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের প্রত্যেককে ৪ বান্ডেল করে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com