
জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর উত্তরপাড়ার একটি বিয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) ভোররাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং পৌরসভার আরাগ আনন্দপুর উত্তরপাড়া বড় বাড়িতে নাছিরের ভাতিজি এনামুলের মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। হঠাৎ আগুন লাগলে বিয়ের প্যান্ডেল, বসতঘর, গোয়ালঘর, তিনটি ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র এবং বরপক্ষের জন্য রান্না করা খাবার পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। পরে বুড়িচং ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বসতঘর, গোয়ালঘর ও বিয়ের প্যান্ডেলসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com