মোঃ সাফি।।
কুমিল্লা বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়নের দক্ষিণ ওয়ার্ডের কোসায়াম গ্রামের ভবের মুরা পাক দরবার শরীফের খলিফা মুরহুম মালি ফকির এর স্মরণে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ১ম বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ওয়াজ ও ছেমা কাওয়ালী অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ওয়াজ করেন মাওলানা মোঃ আরিফ বিল্লাহ এবং মাওলানা কবির ও মাওলানা আনোয়ার। মাজার পরিচালনার দায়িত্বে আছেন মালি ফকিরের ছেলে মোঃ জহির মিয়া। মাজার টি কোসায়াম গ্রাম সংলগ্ন জলার মাঝখানে হওয়াতে ঐ ওয়ার্ডের ১১ টি গ্রামের ভক্ত বৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ছেমা কাওয়ালী উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোস্তফা ভাই (উম্বলিসা)। সভাপতি মোঃ গোলাম পীর, সহ-সভাপতি মোঃ সাফি , ছন্দু মিয়া, মোঃ কুদ্দুস , মোঃ দুলাল, মোঃ হাসেম , মোঃ হালিম, মোঃ মনির হোসেন , উপদেষ্টা ডাঃ ওহাব , ধনু ফকির, সাধারণ সম্পাদকঃ ইঞ্জিনিয়ার উজ্জ্বল ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, মোঃ নবু মিয়া , মোঃ বাবুল মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন মুনিরুল ইসলাম ভূঁইয়া (মাস্টার), বিশিষ্ট সমাজ সেবক সহ কমিটির দুই শত সদস্যদের সবাই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মালি ফকিরের প্রায় পাঁচ হাজার ভক্ত বৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবশেষে দুনিয়া ও আখেরাতের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে তাবারোক বিতরণ শেষে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়।