জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে সিএনজি চালিত অটোরিক্সা চালককে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সিএনজি চালককে সাজা প্রদান করেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, দুপুরে আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাজা প্রাপ্ত আসামীর নাম মোঃ হাসান, সে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের মানিক মিয়ার ছেলে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, বিভিন্ন দিবসসহ সন্ধ্যার পর থেকেই বুড়িচং-ব্রাহ্মণপাড়া-শাসনগাছা সড়কে বিনা অজুহাতেই অতিরিক্ত ভাড়া নিয়ে আসছে সিএনজি চালকরা।
এ বিষয়ে বিভিন্ন সময় সতর্ক করা হলেও আইন অমান্য করে চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। যার ফলে প্রতিনিয়ত যাত্রীদের সাথে ঝামেলা হয়ে আসছে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে চালকদের জরিমানা ও সতর্ক করা হচ্ছিল।পুনরায় আইন অমান্য করায় চালক হাসানকে পাঁচ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com