জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা ভর্তি ১৫০ পিস ভারতীয় স্কাপ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
রবিবার (১ জানুয়ারী) সকালে কুমিল্লা-বাগড়া সড়কের বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা মুনাফ ফিলিং ও সিএনজি পাম্পের সামনে থেকে এ মাদক আটক করে পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-বাগড়া সড়কের খারেরা মুনাফ ফিলিং ও সিএনজি পাম্পের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অটোরিকশা যোগে মাদক পরিবহনের সময় ভারতীয় আমদানী নিষিদ্ধ ১৫০ পিস স্কাপ সিরাপ জব্দ করা হয়। এসময় অটোরিকশা চালকসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ রবিউল হোসেন ও বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ মকবুল হোসেন।
আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com