মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ১৬ কেজি গাঁজাসহ এক কিশোর মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যটারি চালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, মাদক ও চোরাচালান বিরোধি বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নের পূর্নমতি এলাকায় অভিযান চালায়।
অভিযানে ব্যটারি চালিত অটোরিকশার উপরে অভিনব কৌশলে স্টিলের দরজার মধ্যে বক্স তৈরি করে গাঁজা রেখে পাচার কালে ১৬ কেজি গাঁজাসহ নয়ন (১৪) নামে এক কিশোরকে আটক করে।
আটককৃত নয়ন ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সিমান্তবর্তী দক্ষিন তেতাভূমি গ্রামের জয়দল হোসেনের ছেলে।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com