কুমিল্লা উত্তর প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মিথলমা মৌজার জমি নিয়ে পক্ষগনেরার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে আদালতে মামলা দায়ের করে দেবিদ্বার উপজেলার ব্রাহ্মনখাড়া গ্রামের মৃত রোশন আলীর পুত্র বশির আহাম্মদ। মামলার বিবাদী করা হয় একই গ্রামের আব্বাছ আলী, সিরাজ আলী, আসকর আলী।
এ বিষয়ে কুমিল্লা আদালতে দীর্ঘদিন মামলা পরিচালিত হওয়ার পর গত ১৯/০৮/২০১৩ইং তারিখে ডিগ্রী হয়। পরবর্তীতে একাধিক শুনানির পর বাদী বশির আহাম্মদ এর পক্ষে রায় হয়।
আদালতের রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার বাদী পক্ষকে ভূমির দখল বুঝিয়ে দেয়ার জন্য পৌছান নাজির লতিফুর রহমান মৈশান, এড. কমিশনার মোঃ মোশারফ হোসেন খন্দকার, সার্ভেয়ার দেলোয়ার হোসেন, সিভিল কোর্ট কমিশনার মোসাঃ ইয়াছমিন আক্তার চৌধূরী।
সর্বমোট ১৬৪.৬৪ শতক ভূমির মধ্যে অধিকাংশ ভূমির দখল বাদী পক্ষকে বুঝিয়ে দেয়া হয়। কিছু ভূমিতে বিবাদী পক্ষের আপত্তি থাকায় তা বুঝিয়ে দেয়া সম্ভব হয় নি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com