বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন, জন স্বাস্থ্য প্রকৌশল বুড়িচং এর বাস্তবায়নে সমাহার (গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন) ঢাকার আয়োজনে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে আর্সেনিক স্কিনিং কার্যক্রম বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মোঃ মামুনুর রহমান সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের টিম লিডার মোঃ আব্দুল মান্নান, জেলা আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের জুনিয়র ট্রেনিং কনসালটেন্ট এম মোস্তাফিজুর রহমান।
আয়োজিত অবহিত করন সভায় বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আর্সেনিক স্কিনিং কার্যক্রম বিষয়ক ৪৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।