মো. জাকির হোসেন।।
শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগপ উপজেলার মোকাম ইউনিয়ন এর শিকারপু গ্রামে আশ্রায়ণ প্রকল্পের ৪১ টি ঘরের চলমান নির্মাণ কাজের বিভিন্ন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন শিকারপুর সরকারি আশ্রায়ণ প্রকল্পের ৪১ টি ঘর নির্মাণ কাজ তিমি ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন লোকজনের সঙ্গে এবিষয়ে তিনি কথা বলেন।
এছাড়া তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী এবং ইউপি সদস্য মোঃ জাকির হোসেনোর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ খবর নেন।
ঘর নির্মাণ কাজের দিক সুষ্ঠু সুন্দর হচ্ছে কিনা তা দেখার জন্য চেয়ারম্যান ও মেম্বার কে নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ইউপি সচিব মোঃ লিয়াকত আলী, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন।
এসময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্য এলাকার বিভিন্ন পর্যায়ে গণ্য মাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com