মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার খন্দকার ফুট গ্যালারী এন্ড রেস্টুরেন্ট থেকে রোববার ভোর রাতে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে পুলিশ।
আটককৃত মাদক কারবারীর নাম শাকিল মোল্লা (১৯) সে পিরোজপুর জেলার নাজিরপুর থানার বুড়িখালি গ্রামের মোঃ ইমাম মোল্লার ছেলে।
দেবপুর পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এস আই) রাজীব চৌধূরী জানান, রাত্রিকালীন টহলকালে জাতীয় জরুরী সেবা (৯৯৯) থেকে জানানো হয় বাসযাত্রীরা এক মাদক কারবারীকে আটক করেছে। পরে ভোর সাড়ে ৪ টায় ঘটনাস্থলে পৌঁছে দেখেন সেন্টমার্টিন সেবা নামে যাত্রীবাহী একটি বাসের লোকজন মাদক কারবারীকে আটকে রেখেছে। এসময় মাদক কারবারীর দেহে তল্লাসী চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ তাঁকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কক্সবাজার থেকে কম মূল্যে ইয়াবা ক্রয় করে ঢাকায় বেশি দামে বিক্রি করতো।
আটককৃতের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক রোববার দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com