মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে। সোমবার সকালে রামচন্দ্রপুর গোমতী নদীর বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই কামাল হোসেন, এএসআই জহির সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ হারুনুর রশিদ (৪৫) নামে এক যুবকে আটক করে।
সে রামচন্দ্রপুর এলাকায় আঃ মতিনের ছেলে। পুলিশ আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতে প্রেরল করেছে।