নেকবর হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মো: সোহাগ মিয়া (২৫) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
৪ অক্টোবর রাত সাড়ে ৯ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার কালিকাপুর বাজারের খারেরা বিওপি রাস্তার মাথা নামক এলাকায় কুমিল্লা টু শংকুচাইল পাকা রাস্তায় উপর এ অভিযান পরিচালনা করে। এ সময় চটের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে নীল পলিথিনে মোড়ানো ৮ টি পোটলায় সর্বমোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
আটক হওয়া মোঃ সোহাগ মিয়া বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছিনাইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
আটক হওয়া সোহাগ মিয়া জানায়, উল্লেখিত মাদকদ্রব্য (গাঁজা) সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে কুমিল্লা শহরে বিক্রয়ের লক্ষ্যে গাড়ীর জন্য অপেক্ষা করছিল সে।
কুমিল্লা ডিবির উপ-পরিদর্শক ( এসআই) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com