মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রুহুল আমিন, এএসআই মোঃ সাইদুর রহমান , আবুল কাশেম, অসীম কুমার গোষানি সঙ্গে ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রামপুর মেইল গেট এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে।
এ সময় মোঃ মোস্তফা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান জানান রোববার রাতে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রুহুল আমিন, এএসআই সাইদুর রহমান, আবুল কাশেম, অসীম কুমার গোস্বামী, সিপাহী মুজিবুর রহমানসহ গোপন সংবাদের ভিত্তিতে ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর মিল গেইট এলাকায় অভিযান চালায়।
এসময় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের কুমিল্লা -সিলেট মহাসড়কের রামপুর মিল গেট এলাকায় এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে এবং একজনকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলো উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এবদারপুর গ্রামের মৃত আব্বাসের ছেলে মোহাম্মদ মোস্তফা (৪০)।
এই ঘটনায় রোববার রাতে বুড়িচং থানা পুলিশ বাদী হয় একটি মাদক তাইনে মামলা দায়ের করে। সোমবার সকালে থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে আটককৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com