কাজী খোরশেদ আলম।।
সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচংয়ে বিশ্বশিক্ষক দিবস উপলক্ষে সামাজিক সংগঠন পথিকৃৎ বুড়িচং বি-পাড়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম বিএসসির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং বি-পাড়া কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এম এ হান্নান রোকন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।
পথিকৃৎ বুড়িচং বি-পাড়ার এডমিন হামজার পরিচালনায় বক্তব্য রাখেন ইবতেদায়ী শিক্ষক পরিষদ কুমিল্লা জেলা শাখার সেক্রেটারী মোঃ জাকারিয়া খান সৌরভ, ইবতেদায়ী শিক্ষক পরিষদ বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল হাসান জাহাঙ্গীর, পথিকৃৎ বুড়িচং বি-পাড়ার এডমিন মোঃ আমিনুল ইসলাম সেলিম, প্রধান শিক্ষক নুরুল্লাহ খান, সাংবাদিক আবদুল্লাহ প্রমুখ।