মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১৮শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ভারেল্লা (দক্ষিণ) ইউনিয়নের গক্ষুর এলাকায় দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন, মোঃ কামাল হোসেন, সহকারী উপপরিদর্শক জহিরুল ইসলাম সঙ্গীয় একদল পুলিশ মহাসড়কের উপর অবস্থান নিয়ে যানবাহন তল্লাশী চালায়।
রোববার রাত সোয়া একটায় নেত্রকোনাগামী বিশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (কিশারেগঞ্জ-ব-১১-০০৭২) তল্লাসী চালিয়ে এক যাত্রীর কাছ থেকে ১৮শত পিস ইয়াবা উদ্ধার করে। পরে পুলিশ তাঁকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। আটককৃতের নাম মোঃ শফিকুর ইসলাম। সে ময়মনসিংহ জেলার ইশ^রগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মৃত আসর আলীর ছেলে।
পুলিশ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতের মাধ্যমে সোমবার জেল হাজতে প্রেরণ করেছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com