বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে সবজি বোঝাই পিকআপ উল্টে এক রিকশাচালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রিকশা চলকের নাম মোঃ মালন মিয়া। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
ওসি আকুল জানান, সকালে নাজিরা বাজার এলাকায় সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান মোড় নেয়ার সময় উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে রিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়। মরদেহ ও পিকআপ ভ্যানটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com