মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ৮৮ পিস ভারতীয় এস্কাপ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বের) রাত ৮ টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকার জিয়া বাড়ির পূর্ব সীমানার বাগানের দক্ষিণ পাশে ঘিলাতলা হইতে শংকুচাইলগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, মদ ও চোরচালান বিরোধি অভিযানের অংশ হিসেবে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল আজিজ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকার জিয়া বাড়ির পূর্ব সীমানার বাগানের দক্ষিণ পাশে ঘিলাতলা হইতে শংকুচাইলগামী পাকা রাস্তার উপর অভিযান চালায়।
অভিযানে ৮৮ বোতল ভারতীয় এস্কাপ সিরাপসহ শামীম (২৭) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত শামীম উপজেলার দক্ষিনগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com