বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লা জেলার বুড়িচং প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের বুড়িচং উপজেলা সংবাদদাতা কবি কাজী খোরশেদ আলমের ব্যক্তিগত অফিসে গতকাল রাতে চুরি হয়েছে।
এই ব্যাপারে প্রেসক্লাবের আহবায়ক কবি কাজী খোরশেদ আলম বুড়িচং থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং প্রেসক্লাবের আহবায়ক কবি কাজী খোরশেদ আলম গত ২৬ মে রাত অনুমান ১০ টার সময় তার ব্যক্তিগত অফিস থেকে কাজ শেষে বাড়ি চলে যান এবং গত ২৭ মে সকাল অনুমান ১১টায় অফিসে উঠে দরজার তালা খোলা অবস্থা দেখতে পায় এবং বিভিন্ন কাগজপত্র এলোমেলো ভাবে চেয়ার টেবিলের উপর ছাড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পায়।
পরবর্তীতে তল্লাসী করে দেখতে পায় তার ব্যবহৃত কম্পিউটার ও ডয়ারের তালা ভেঙ্গে কিছু টাকা এবং গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়ে যায়।
এই ব্যাপারে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com