
মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় মাসুদ (১৮) ও ইসরাফিল (১৭) নামে দুই যুবককে মারধর করেছে স্থানীয় বখাটেরা। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— বলাখাল গ্রামের আক্কাস মিয়ার ছেলে মোঃ মাসুদ ও ইউনুস মিয়ার ছেলে ইসরাফিল। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এলাকাবাসী জানায়, সীমান্তবর্তী বলাখাল গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় নেই। তাই ওই এলাকার ছেলেমেয়েরা পাশের চান্দলা করিম বক্স হাইস্কুলে যাতায়াত করে। এ সুযোগে হুড়ারপাড় গ্রামের কিছু বখাটে যুবক প্রায়ই স্কুলগামী মেয়েদের উত্যক্ত করে ও অশালীন অঙ্গভঙ্গি করে থাকে। এ বিষয়ে বলাখালের লোকজন একাধিকবার স্থানীয় সাহেব সর্দারদের কাছে বিচার দিলেও বখাটেরা ক্ষিপ্ত হয়ে বলাখালের তরুণদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে।
ঘটনার দিন দুপুরে চান্দলা বাজার থেকে বাড়ি ফেরার পথে হুড়ারপাড় মসজিদের সামনে পৌঁছালে বখাটেরা মাসুদ ও ইসরাফিলের গতিরোধ করে। এরপর অটোরিকশা থেকে নামিয়ে ৮/১০ জন যুবক তাদের এলোপাতাড়ি মারধর করে আহত করে।
হামলাকারীদের মধ্যে রয়েছেন— হুড়ারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর, তার ভাই হৃদয় ও সুমন, হোসেন মিয়ার ছেলে ইব্রাহিম, লিমন মিয়ার ছেলে সাইফুল, সাদেক মিয়ার ছেলে সাদ্দাপ এবং নাছির ও কামরুলসহ আরও কয়েকজন।
এ ঘটনায় আহত মাসুদের বাবা আক্কাস মিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com