
মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকার শিবু পালের দোতলা ভবনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে দেহ তল্লাশি করে তার লুঙ্গির ডান কোচ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনে আরও অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে ২২ পিচ এবং অপরজনের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সর্বমোট ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মৃত বিলাশ চন্দ্র পালের ছেলে শিবু পাল (৪০), মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মিল্লাত (২০) এবং মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী সাজিয়া বেগম (৪৫)।
রবিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কুমিল্লা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com