
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের অভিযোগে মো. বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে তাকে সহযোগিতা করেন বিজিবি ও থানা পুলিশের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. বিল্লাল হোসেনকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে আটক হওয়ার পর বিল্লাল আদালতের কাছে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।
দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মইনপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, “মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান চলছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com