মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পর্য্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্য্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান। এতে কোর্স পরিচালক ছিলেন জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, থানার এসআই শান্তনু দেবনাথ। অনুষ্ঠানে উপজেলা পর্য্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো- বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিগুলো- পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র, এসিড দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রম, আবাসন প্রকল্প, ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থেলাসিমিয়া রোগীদের আর্থিক সহায়তা, প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিসেস কার্যক্রম বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com