মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামে শুক্রবার বিকেলে গ্রামবাসীর সমন্বয়ে উন্নয়নের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী।
উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল কুদ্দুছ, প্রভাষক অপু ছারোয়ার, ফুল মিয়া মেম্বার, মুরাদ মেম্বার, আবদুল কাদের জিলানী, নজরুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ইকরাম সরকার, এমদাদ হোসেন, অবিদ মিয়া, ইব্রাহিম খলিল, কাইয়ুম সরকার, আবু সাঈদ, মোশাররফ পুলিশসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, ছোটধুশিয়া - সিদলাই - সবুজপাড়া রাস্তা দিয়ে শত শত মানুষ চলাফেরা করে। অচিরেই রাস্তাটি উন্নয়ন করে মানুষের চলাচলের উপযোগী করার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের সদয় সুদৃষ্টি কামনা করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com