মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ /খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষত পুষিয়ে নেওয়া এবং আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের মাঝে এই বীজ, সার ও নগদ অর্থ বিতরন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপসহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ হোসেন মিয়া, মোহাম্মদ আবুল হোসেন, তফাজ্জল হোসেনসহ কৃষকরা। এসময় উপজেলার ২ হাজার বন্যার্ত কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, সার ও নগদ অর্থ বিতরন করা হয়।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এই বীজ, সার ও নগদ অর্থ বিতরন করা হয়। এতে কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com