আতাউর রহমান।।
"যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলি, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখি"—এই স্লোগানকে সামনে রেখে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবিলায় অভিযান চালিয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
উপজেলা প্রশাসন জানায়, চলমান বর্ষায় টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে খাল ও ড্রেনগুলো অপরিচ্ছন্ন থাকায় পানি চলাচলে বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাল ও ড্রেন পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে অভিযান পরিচালিত হয়।
অভিযানে পশ্চিমপাড়ায় মন্দির সংলগ্ন এলাকার একটি রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের জন্য পাইপ পরিষ্কার করা হয় এবং মাটি কেটে ড্রেন সচল করা হয়। এর ফলে জনসাধারণের চলাচলের পথ সুগম হয় এবং জলাবদ্ধতা অনেকটা কমে আসে।
ইউএনও মাহমুদা জাহান বলেন, "বর্ষা মৌসুমে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসাথে নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও পুরনো ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।"
তিনি আরও বলেন, "যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা শুধু পরিবেশ নয়, পানি নিষ্কাশন ব্যবস্থাকেও ব্যাহত করে। এজন্য সকলকে সচেতন হতে হবে। জনগণ সচেতন হলে আমাদের উদ্যোগগুলো ফলপ্রসূ হবে।"
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com