
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশুদ্ধ পানির নামে অস্বাস্থ্যকর পানি উৎপাদন, বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার ( ৭ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) তারেক রহমান, স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এতে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে পানি উত্তোলন, বোতলজাত ও বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের অনুমোদনও নেই। পণ্যের গায়ে নেই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। এ জন্য ওই প্রতিষ্ঠান মালিক জাহাঙ্গীর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউএনও মাহমুদা জাহান বলেন, অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত পানি উৎপাদন ও বাজারজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং তার ব্যবসায়ী প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই উপজেলাবাসীর স্বাস্থ্যঝুঁকি এড়াতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান আছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com