
আতাউর রহমান
'মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন' এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ২০২৫ পালিত হয়েছে।
সোমবার ( ২৫ আগস্ট ) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শায়লা আলম, ডা. নীলা পারভীন, এনেস্থিসিয়া কনসালটেন্ট মেহেদী হাসান, ডা. সোহেল রানা ( ইউনানি ), উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, ইপিআই প্রধান আবুল কাশেম, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, কোহিনূর আক্তার, আমেনা বেগম, মিডওয়াইফ জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, শিশুর জন্য মায়ের দুধ অপরিহার্য, মায়ের দুধের বিকল্প নেই। মাতৃদুগ্ধ শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক। শিশুকে প্রথম এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব অপরিসীম।
এ নিয়মে শিশুদের লালন পালন করলে শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস পায় এবং শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত হয়। এছাড়াও এ নিয়ম বাস্তবায়নের ফলে প্রতিটি মায়ের স্বাস্থ্যও ভালো থাকে এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com