মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের নের্তৃত্বে উপজেলার সাহেবাবাদ বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের নের্তৃত্বে উপজেলার সাহেবাবাদ বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়।
এসময় ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ধারায় দুটি মাংস দোকান ও দুটি মুদি দোকানিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৬ ধারায় একটি মুদি দোকানিকে ডিলিং লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনেটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com