
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক মাটি ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এ সময় তিনটি খননযন্ত্র ( ড্রেজার মেশিন ), ছয় হাজার ফুট পাইপসহ ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া ও বড়ধুশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ও উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিদারুল আলম এবং আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষার্থে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপড়া ও বড়ধুশিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে তিনটি ড্রেজার মেশিন ও এর পাইপসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করা হয়। এ ছাড়া অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে তরু হাজী নামে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, ড্রেজিং করা আইনত দণ্ডনীয় অপরাধ। ড্রেজার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। অপরাধীদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে।
তিনি বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উপজেলার চান্দলা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংসসহ এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com