মো. বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
(১ জুন) রবিবার সকালে উপজেলার মাধবপুর বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নের্তৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে উপজেলার মাধবপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এর নের্তৃত্বে ও মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান এর সহযোগিতায় মাধবপুর বাজারের মৎস্যখাদ্য বিক্রেতা ভাই ভাই এন্টারপ্রাইজ ও মিয়া এন্টারপ্রাইজকে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী লাইসেন্স নবায়ন না করায় এই দুটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।
মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com