
মো. বাছির উদ্দিন।।
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (১৮-২৪) আগস্ট-২০২৫ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানের ৩য় দিন মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্যে বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে মৎস্যচাষীদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এই প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মৎস্য সম্পদ উন্নয়নে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
এসময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য বিক্রেতা মোঃ বাছির আহাম্মদ (বসির), অফিস সহায়ক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com