মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাতের আধারে ৫০ টি লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ৩০ শতক জায়গায় লাউ এর বীজ বপন করেন কৃষক আবুল কালাম মোহন। গত ২৬ অক্টোবর রাতের আধারে ৫০ টি লাউ গাছের সবগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই (রহমতপুর) এলাকায় ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট ছোট ৫০ টি মাটির স্তুপ তৈরি করে লাউয়ের বীজ বপন করেন কৃষক আবুল কালাম মোহন। গাছগুলো দুই থেকে তিন ফুট উচ্চতা হয়েছিল। গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠার জন্য বিভিন্ন ঝাড় ও নেট দিয়ে মাচা তৈরি করেছিলেন তিনি।
কৃষক আবুল কালাম মোহন বলেন, ভয়াবহ বন্যায় ফসল ও সবজি চাষ করে একবার ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ক্ষতি পুষিয়ে নিতে আমি ৩০ শতক জায়গায় ৫০টি লাউয়ের মাচা তৈরি করেছি। আর এক দেড় মাস পর ফল দেওয়া শুরু করতো। দুর্বৃত্তরা আমার সর্বনাশ করেছে। এতে আমার প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এখন পুনরায় লাউ গাছ লাগিয়ে ফলন আসতে অনেক দেরি হবে। আমি দুই দুইবার ক্ষতির সম্মুখীন হলাম। এছাড়া দুর্বৃত্তরা চুরি ও জুড়জুলুম করে হাঁস মুরগি কবুতর নিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।