আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
সোমবার ( ১৩ অক্টোবর ) সকালে উপজেলার দুলালপুর সুরুজ মিঞা অ্যান্ড খাতুন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি শেষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে সচেতনতামূলক এই কার্যক্রম পরিচালনা করছেন ব্রাহ্মণপাড়া থানার নবাগত ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলার দুলালপুর সুরুজ মিঞা অ্যান্ড খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক এই মতবিনিময় করেন তিনি।
এছাড়াও এ সময় শিক্ষার্থীদেরকে লেখাপড়ার মানোন্নয়ন এবং নৈতিক শিক্ষার আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানান ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এ দেশকে তাদের যোগ্যতা দিয়ে এগিয়ে নেবে। তাই শিক্ষার্থীদের সেভাবেই গড়ে তুলতে হবে। আগামী প্রজন্ম যেন এ দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে বিশ্বের কাছে সুপরিচিত করতে পারে সেজন্য শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করে তুলতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেয়া হচ্ছে। আমরা উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে এভাবে মতবিনিময় সভা করবো।