মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (CSPB) প্রকল্প ফেইজ-২ এর আওতায় বন্যার্ত শিশুদের পরিবারের মাঝে ফ্যামিলি কিটস ও ডিগনিটি কিটস বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সমাজসেবা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ও ইউনিসেফের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বন্যার্ত ১শত শিশুদের পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।
উপহার সামগ্রী পেয়ে শিশুদের মধ্যে এক খুশির আমেজ তৈরী হয়। এসময় উপহার সামগ্রী বিতরন করেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপপরিচালক জেড.এম মিজানুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম, ইউনিসেফের প্রতিনিধি মোসাঃ হালিমা, চাইল্ড প্রটেকশন সোস্যাল ওয়ার্কার মোঃ আল-আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া একইদিন সকালে ব্রাহ্মণপাড়া রোগী কল্যাণ সমিতি কর্তৃক বন্যার্তদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার ঔষধ বিতরন করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে বন্যার্তদের বিভিন্ন রোগের ঔষধ প্রদান করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com