স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামে সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ঘর বাড়ী ভাংচূরের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের সরকার বাড়ীর মৃত ফয়জুল্লাহ সরকারের ছেলে মোঃ রফিকুল ইসলাম সরকার মাস্টারের সাথে সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে ২ এপ্রিল বুধবার সকাল ১১টায় সৎ ভাই তৌফিকুল ইসলাম (২৮) ও জিহাদুল ইসলাম (২৬) দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘর বাড়ী ভাংচুর করে। এতে মোঃ রফিকুল ইসলাম সরকারের ছেলে জাহিদুল ইসলাম বাঁধা প্রদান করে এবং মোবাইল ফোনে ছবি তুলতে চাইলে তাকে মারধর করে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
জাহিদুল ইসলাম বলেন, সকাল ১১টায় তার সৎ চাচারা তাদের বাড়ীতে অতর্কিত ভাবে হামলা করে ঘর বাড়ী ভাংচূর করতে থাকে। এতে সে বাঁধা প্রদান করে এবং মোবাইলে ছবি তুলে, এতে চাচারা ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
স্থানীয় সর্দার জসিম উদ্দিন আবু বলেন, রফিকুল ইসলাম মাস্টার ও তার সৎ ভাইদের মধ্যে সসম্পত্তি নিয়ে টুকটাক ঝামেলা হয়েছে। এই বিষয় নিয়ে গ্রামের সাহেব সর্দারগণ উভয় পক্ষকের সাথে আলাপ করে সালিসী বৈঠকের মাধ্যমে সমাধান করার ব্যাপারে উভয় পক্ষ সম্মতি দিয়েছে। তাই পরবর্তীতে দিন তারিখ ঠিক করে সমাধান করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com