আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা সোনার বাংলা স্কুল প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে মোট ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং সবাই কৃতকার্য হয়। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় আনন্দের আমেজ বিরাজ করে।
যেখানে দেশের অনেক প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয়ের খবর পাওয়া গেছে, সেখানে নতুন প্রতিষ্ঠিত সোনার বাংলা স্কুলের এমন সফলতা স্থানীয়দের আশার আলো দেখিয়েছে। এলাকাবাসী মনে করছেন, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে স্কুলটি ব্রাহ্মণপাড়ার শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে।
স্কুলটির এই সাফল্য উদযাপন করতে শুক্রবার (১১ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক শোকরানা দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. ফয়েজ আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন পর্ষদের সাধারণ সম্পাদক গাজী সাইদুল ইসলাম এমরান। আরও উপস্থিত ছিলেন স্কুল কমিটির সহ-সভাপতি ডা. মো. নেয়ামত উল্লাহ, সদস্য আলী ইমাম মেম্বার ও মাওলানা মতিউর রহমান।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com