মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আলেকা প্রকাশ আমেনা বেগম নামে ৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর ও সঙ্গীয় ফোর্স উপজেলার শশীদল ইউনিয়নের তেতাঁভূমি এলাকায় এই অভিযান পরিচালনা করে আমেনা বেগমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন। গ্রেপ্তারকৃত আসামী আমেনা বেগম দক্ষিণ তেঁতাভূমি এলাকার মো. শফিক প্রকাশ জবানুল ইসলামের স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আমেনা বেগম একজন মাদক সম্রাজ্ঞী। সে মাদক মামলার ৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। এরই এক পর্য্যায়ে বৃহস্পতিবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আমেনা বেগমকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, একইদিন আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।