
মো. বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সাজেদুল ইসলাম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
মোঃ সাজেদুল ইসলাম কর্মজীবনে সততা ও দক্ষতার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম জেলার গোয়েন্দা শাখা ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), সোনাগাজী মডেল থানা এবং ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
২০০৫ সালে পুলিশ বাহিনীতে উপপরিদর্শক (এসআই) পদে ২৭তম আউটসাইড ক্যাডেটে যোগদান করেন তিনি। তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক।
নতুন দায়িত্ব গ্রহণ করে ওসি মোঃ সাজেদুল ইসলাম বলেন, “ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং সকল প্রকার অপরাধ দমনে আমি সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি।”
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com