মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে "শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, এই তিনের সমন্বয়ে আলোকিত শিক্ষার্থী তৈরী সম্ভব" এই স্লোগানকে ধারণ করে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে কলেজের আয়োজনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন সরণ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, কলেজের দাতা সদস্য মুহাম্মদ আবু ছাইব বাপ্পী।
এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা আরো বাড়ানোর উপর গুরত্বারোপ করা হয়।