মনিরুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা মূল্যে বোর ধানসহ বিভিন্ন মৌসুমী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো ধান, গম, ভট্টা, সরিষা, সূর্যমূখী, চিনা বাদাম, শীতকালীন মুগ, পেঁয়াজ, মশুর, খেসারি, টমেটো, মরিচ ও পরবর্তী খরিপ-১ মৌসূমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ১১৪০ জন অধিক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বিনা মূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মজিবুর রহমান। পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার তফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন, এসএপিপিও রেহান উদ্দিন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, আলেক হোসেন, আবুল হোসেন, আকলিমা আক্তার সহ অন্যান্য উপ সহকারী কৃষি অফিসার ও কৃষক কৃষানীবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com