বিল্লাল হোসেন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাকসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৫২ জন অসচ্ছল শিক্ষার্থীকে স্কুলের পোশাক, খাতা কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনাক জাহান, মাধবপুর সরকারি বিদ্যালয়ের সভাপতি মাসুদ সরকার, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, প্রধান শিক্ষক মঞ্জুরানী চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারেক সরকার প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com