কুমিল্লা নিউজ।।
বাংলাদেশ স্কাউট বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ডে ক্যাম্প গতকাল ২৭ মার্চ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
ডে ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট বুড়িচং উপজেলা শাখার সভাপতি সাহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, স্কুলের দাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট বুড়িচং উপজেলা শাখার সহকারী কমিশনার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লিডার ট্রেনার ওয়ালিউল্লাহ সরকার, স্কাউট লিডার মো. কামরুজ্জামান, সম্পাদক মো. ইসমাইল হোসেন, ভরাসার হাই স্কুলের শারিরীক শিক্ষা শিক্ষক জহির ফারুক, সহকারী শিক্ষক ফারজানা আক্তার।
জাতীয় সংগীত, স্কাউট ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্কাউট আন্দোলন পটভূমি নিয়ে আলোচনা, ট্রুপ মিটিং, লেন্সিং হাইকিং পদ্ধতি, তাবু জলসা, দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়া, স্কাউট এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে স্কাউট সনদ বিতরণ করা হয়।