কুমিল্লা প্রতিনিধি।।
একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লা।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার উপদেষ্ঠা পরিষদের সদস্য সাইয়িদ মাহমুদ পারভেজ, সংগঠনের সভাপতি হুমায়ূন কবির রনী, সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ আকাইদ, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মজুমদার, সাংবাদিক আশিকুর রহমান আশিকসহ অন্যরা।
এর আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। এরপর কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষ্যে একুশে বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী,শিশু চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা,আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com