সরকার মোখলেছুর রহমান, ইতালি থেকে।।
ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে সাংবাদিক দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার এর সভাপতিত্বে ক্রীড়া সম্পাদক নূরে আলম ভূইয়ার পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ জুন কামপালতো মাঠে সকাল সাড়ে দশটায় এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন ভেনিসে অবস্থানরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই বক্তব্য রাখেন,বাংলা প্রেসক্লাব ভেনিসের সভাপতি মাকসুদ রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সম্মানিত সদস্য আসলামউজ্জামান, আবু নাঈম ভূইয়া,তিসা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সজীব আল হোসাইন।এই সময় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা,গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানানো হয় এবং টুর্নামেন্ট সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।প্রবাসে বাংলা সংস্কৃতি ও খেলাধুলার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতপ্রকাশ করেন বক্তারা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com